ঢাকা, সোমবার, ৬ মে, ২০২৪

ঢাকা রিপোর্টার্স ইউনিটি'র নির্বাচনে নতুন সভাপতি নজরুল- সম্পাদক নুরুল ইসলাম

ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) নির্বাচনে সভাপতি পদে নজরুল ইসলাম মিঠু এবং সাধারণ সম্পাদক পদে নুরুল ইসলাম হাসিব বিজয়ী হয়েছেন।
মঙ্গলবার সকাল ৯টায় রাজধানীর সেগুনবাগিচায় ডিআরইউ কার্যালয়ে ভোটগ্রহণ শুরু হয়। বিরতিহীনভাবে চলে বিকেল ৫টা পর্যন্ত। এক ঘণ্টা বিরতি দিয়ে সন্ধ্যা ৬টা থেকে শুরু হয় ভোট গণনা। এবার নির্বাচনে ১ হাজার ৪৫৫ জন সদস্য ভোট প্রদান করেছেন।‌

সন্ধ্যা পৌনে ৭টায় নির্বাচনের ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশনার মনজুরুল আহসান বুলবুল।
৪৪৯ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হওয়া নজরুল ইসলাম মিঠুর নিকটতম প্রতিদ্বন্দ্বী রিয়াজ চৌধুরী পেয়েছেন ৩০৪ ভোট।

এবার ডিআরইউর নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন প্রবীণ সাংবাদিক, দি ফিনান্সিয়াল হেরাল্ড সম্পাদক রিয়াজ উদ্দিন আহমেদ।

পাঁচ সদস্যের নির্বাচন কমিশনে ছিলেন বিএফইউজের সাবেক সভাপতি ও টিভি টুডের এডিটর-ইন-চিফ মনজুরুল আহসান বুলবুল, বিএফইউজের সাবেক মহাসচিব এম এ আজিজ, ডিইউজের সাবেক সভাপতি শাহজাহান মিয়া এবং বাংলাদেশ প্রতিদিনের যুগ্ম সম্পাদক আবু তাহের।
সাধারণ সম্পাদক পদে পাঁচজন প্রার্থীর মধ্যে সর্বাধিক ৫০০ ভোট পেয়েছেন নুরুল ইসলাম হাসিব।

নিকটতম প্রতিদ্বন্দ্বী মসিউর রহমান খান পেয়েছেন ৩৩৬ ভোট।
অন্যান্য পদের মধ্যে সহসভাপতি পদে ওসমান গণি বাবুল, যুগ্ম সাধারণ সম্পাদক শাহনাজ শারমীন, অর্থ সম্পাদক এস এম এ কামাল, সাংগঠনিক সম্পাদক আবদুল্লাহ আল কাফি, দপ্তর সম্পাদক রফিক রাফি, নারী বিষয়ক সম্পাদক তাপসী রাবেয়া আঁখি, প্রচার ও প্রকাশনা সম্পাদক কামালউদ্দিন সুমন, ক্রীড়া সম্পাদক মাকসুদা লিসা, সাংস্কৃতিক সম্পাদক নাদিয়া শারমিন, কল্যাণ সম্পাদক পদে কামরুজ্জামান বাবলু নির্বাচিত হয়েছেন।
দুটি পদে বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়েছেন দুজন।

ads

Our Facebook Page